মোঃ আরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রশিক্ষণের এক গুরুত্বপূর্ণ সুযোগ অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১৭তম ব্যাচের ২২ জন শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে (Mahasarakham University) আন্তর্জাতিক ইন্টার্নশিপ (ক্লিনিকাল ট্রেনিং) প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
২১ এপ্রিল থেকে ১১ মে, ২০২৫ পর্যন্ত এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশে অবস্থিত রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয় মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদে। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকারী একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই ক্লিনিকাল ট্রেনিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা পোষা প্রাণী ও গৃহপালিত প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি ও ইনপেশেন্ট কেয়ার সংক্রান্ত হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এই অনন্য সুযোগ লাভে শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত। তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাবিপ্রবির সম্মানিত উপাচার্য মহোদয়, রেজিস্ট্রার মহোদয় এবং ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষকবৃন্দের প্রতি। শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও প্রেরণাই তাদের এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণে সহায়ক ভূমিকা রেখেছে।।
এ প্রসঙ্গে ইন্টার্ন শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, আলহামদুলিল্লাহ এবার প্রথমবারের মতো আমরা ২২ জন ইন্টার্ন ডাক্তার মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদে “ক্লিনিক্যাল ট্রেনিং” এর উদ্দেশ্য গত ১৯ এপ্রিল থাইল্যান্ড আসি। আজ আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আশা করি এই ট্রেনিং থেকে আমাদের জ্ঞানের পরিধি এবং দক্ষতা আরো ব্যাপক হবে। একজন হাবিপ্রবিয়ান ও ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত।আমাদের এই অর্জন শুধু আমাদের ব্যক্তিগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পথ সুগম করবে না, বরং এই সফলতা জুনিয়রদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে আরো বেশি জোরালোভাবে ধারণ করবে।