Sunday, July 20, 2025
Homeদিনাজপুরদিনাজপুর ইনস্টিটিউটের ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

দিনাজপুর ইনস্টিটিউটের ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। ১৯ জুলাই ২০২৫ শনিবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ।

উদ্বোধনী র‌্যালিতে উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আলমগীরসহ ইনস্টিটিউটের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও ঘোড়ার গাড়ি, আদিবাসী ঘোড়া নৃত্য ও গ্রামীণ ঐতিহ্যবাহী উপস্থাপন র‌্যালিতে ছিল উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি মোঃ আব্দুস সামাদ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার সভাপতি আবু বক্কর সিদ্দিক, শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সুনীল চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব আতিকুর রহমান নিউ। পুরো সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে গুণীজন সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা, সংগীত ও নৃত্য পরিবেশনা এবং স্যুভেনির প্রকাশনা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর