Friday, July 18, 2025
Homeদিনাজপুরদিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি পরিবহণ শ্রমিকদের

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি পরিবহণ শ্রমিকদের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালটি ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩২ বছরেও কোনো ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী, পরিবহণ শ্রমিক, চালক ও বাস মালিকেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

টার্মিনালের মূল চত্বরে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় বাসগুলো বাধ্য হয়ে প্রধান সড়কেই যাত্রী ওঠানামা করছে, যা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাতে পর্যাপ্ত আলোর অভাবে পুরো এলাকা অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। স্থানীয় শ্রমিকদের অভিযোগ, টার্মিনাল এলাকায় মাদক কেনা-বেচা ও সেবন এখন নিয়মিত ঘটনা।

দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম জানান, “টার্মিনাল উদ্বোধনের পর থেকে কোনো সংস্কার হয়নি। খানাখন্দে ভরা রাস্তায় বাস চলাচল কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। বিশ্রামাগার, পাবলিক টয়লেটসহ যাত্রীসেবার মৌলিক অবকাঠামোগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।”

পরিবহণ শ্রমিক ও চালকদের অভিযোগ, টার্মিনালে বসার জায়গা নেই, যাত্রীদের বসার চেয়ার ভাঙা, টয়লেট ব্যবহারের অনুপযোগী। মহিলা যাত্রীদের জন্য নেই আলাদা টয়লেট।
গর্তে পড়ে প্রায়ই বাসের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীদের মাঝপথে নামিয়ে দিতেও বাধ্য হন চালকরা।

যাত্রী মনিকা রায় জানান, “টার্মিনালের ভেতরে অটো রিকশা ঢুকতে চায় না, ফলে অনেকটা পথ পায়ে হেঁটে আসতে হয়। এটি অত্যন্ত দুর্ভোগজনক।”

এ প্রসঙ্গে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি মো. রিয়াজ উদ্দিন জানান, “আমরা টার্মিনালের দুরবস্থার বিষয়ে অবগত। ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আরইউটিডি প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম শুরু হবে।”

উল্লেখ্য, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত ৪০০ বাস আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে চলাচল করে। পরিবহণ শ্রমিকরা দ্রুত সংস্কার না হলে বাস চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর