Home দিনাজপুর দিনাজপুরে আবাসিক হোটেল থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার, দুই অপহরণকারী আটক

দিনাজপুরে আবাসিক হোটেল থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার, দুই অপহরণকারী আটক

দিনাজপুরে আবাসিক হোটেল থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার, দুই অপহরণকারী আটক

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে অপহৃত কলেজছাত্র আমির হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে শহরের বাহাদুরবাজার এলাকার ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ নামক আবাসিক হোটেলের ৩১৪ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।

আটক অপহরণকারীরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার সাপাহার এলাকার জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন এবং একই উপজেলার দোগাছি এলাকার রেহান ইসলাম (২০)।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার বাসিন্দা আজাদ হোসেনের ছেলে আমির হোসেন (২৪) পঞ্চগড়ের বোদা পাথরাজ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ৩ জুলাই বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হলে খলিশাকুড়ি এলাকায় মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে একটি গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরদিন (৪ জুলাই) সকালে আমিরের মায়ের মোবাইলে ফোন করে অপহরণকারীরা জানান, “আপনার ছেলে আমাদের কাছে আছে, ৫০ হাজার টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।”

ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার ভূল্লী থানায় অভিযোগ জানায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আমিরের অবস্থান শনাক্ত করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনই অপহরণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here