Sunday, July 6, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের কালিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার (৫ জুলাই ২০২৫) বিকাল ৩টার দিকে মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। বাকি সাতজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দগ্ধরা হলেন- সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছেলে রিয়াজ উদ্দিন (২০), বাড়ির মালিক মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫)। প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলু স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তার ছেলে স্বচ্ছ (১৩), প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সজীব (২৬)।

আহত সজীব জানান, নতুন একটি গ্যাস সিলিন্ডার বাসায় আনার পর লিকেজ দেখা দেয়। সেটি বন্ধ করার চেষ্টা চলাকালীন হঠাৎ আগুন ধরে যায়। লিকেজ বন্ধ করতে গিয়ে রিয়াজ উদ্দিন রান্নাঘরে প্রবেশ করলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুনে দগ্ধ হন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. ইসরাত রূপালী ও ডা. নেন্সি জানান, দগ্ধ আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সিলিন্ডার ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, নয়তো এমন দুর্ঘটনা বারবার ঘটতে পারে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর