তোফাজ্জল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় শীতলাই গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরীর (৪৮) সঙ্গে একই গ্রামের শারমিন মাহবুব নামের এক নারীর ২৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি দেখতে গিয়ে শারমিনের প্রাইভেটকার চালক আমিনুল ইসলাম (৩৭) হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল মঙ্গলবার ভোরে সাইকেলে করে ক্ষেত পরিদর্শনে যাচ্ছিলেন। পথে চাকাই গ্রামের আওয়ালের লিচু বাগানের কাছে পৌঁছালে মনিরুজ্জামান, আলমগীর, আমিনুল, তাজির ও ময়নুল নামে ৫ জন দেশীয় অস্ত্রসহ আমিনুলের গতিরোধ করে। একপর্যায়ে তারা তাকে লোহার রড, ছোরা ও কুড়াল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও সাইকেল ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্ত্রী মেরিনা বেগম এ ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।