Sunday, July 20, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
“পরিকল্পিত বনায়ন করি—সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। শনিবার (১৯ জুলাই) দিনাজপুরের ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মেলার মূল মঞ্চে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার শুভ সূচনা করেন।

মেলায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং মেলার সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সরকার। অন্যান্য বক্তার মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আ স ম অধ্যাপক ইব্রাহিম, এনসিপি জাতীয় যুব শক্তির আরিফ মুন, শ্রমিক উইং কেন্দ্রীয় সদস্য রেজাউল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর