Friday, May 2, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে বিজিবির ফাঁদে ধরা ৩ মাদক কারবারি, জব্দ প্রাইভেটকার

দিনাজপুরে বিজিবির ফাঁদে ধরা ৩ মাদক কারবারি, জব্দ প্রাইভেটকার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর প্রতিনিধিঃ

প্রাইভেটকারে করে নিষিদ্ধ ঘোষিত মাদক ফেনসিডিল বহন করে গন্তব্যে নিয়ে যাচ্ছিল মাদক কারবারিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। বিজিবির ২৯ ব্যাটালিয়ন টহল দলের হাতে ধরা পড়তে বাধ্য হলো। আজ ২২ এপ্রিল মঙ্গলবার সকালে ওই অভিযান চলে বিরামপুরে।

বিজিবির ২৯ ব্যাটালিয়নের বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের টহল দলের সদস্যরা। সকালে একটি প্রাইভেট কার তল্লাশি করে। সে সময় ২৫ বোতল ফেন্সিডিল সিরাপ-সহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে তারা। ফেনসিডিলের সাথে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের সারোয়ার হোসেন (২৮) মুন্না মিয়া (২২) এবং বিরামপুর উপজেলার উত্তর কাটলার বুলবুল হোসেনকে (৩৮) আটক করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার; একটি মোটর সাইকেল এবং ৫টি মোবাইল ফোন জব্দ করেছে তারা।

এ ব্যাপারে আটকৃতদেরসহ জব্দ মালামাল বিরামপুর থানায় হস্তান্তরসহ মামলা করেছে বিজিবি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর