মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ আইনের বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ওষুধের দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুরের তত্ত্বাবধায়ক মোঃ আমিনুল ইসলাম।
অভিযানে স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, যৌন উত্তেজক ট্যাবলেট রাখা এবং অবৈধ বিদেশি ক্রিম বিক্রির মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—
মাসুদ মেডিকেল স্টোর – ২০,০০০ টাকা
মিতালি মেডিকেল স্টোর – ১৫,০০০ টাকা
লাজ ফার্মা – ৫,০০০ টাকা
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ওষুধের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। ভবিষ্যতেও নিয়মিত মনিটরিং ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।”
অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহায়তা করেন।