Saturday, May 3, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে উত্তেজনা

দিনাজপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে উত্তেজনা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আসতারুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ

১লা মে দিনভর উত্তেজানা ও রাতে নির্বাচন কমিশনারে বাড়ীতে হামলার ঘটনায় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং-রাজঃ১১৬৭ ) ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা একযোগে পদত্যাগ করেছেন।

ইউনিয়নের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আশফাক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি শ্রমিকদের একটি পক্ষ সম্ভাব্য একজন প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি নিয়ে তার কাছে গেলে তিনি তা নাকচ করেন। তিনি জানান, এখনো কোনো মনোনয়নপত্র জমা হয়নি এবং নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে পদক্ষেপ নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

ঘটনার ধারাবাহিকতায়, পহেলা মে দিনভর শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। রাত ১০টার দিকে দিনাজপুর শহরের কালিতলা এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনারের বাসায় একদল লোক ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি নিজে নিরাপদে ছিলেন।

এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগপত্র জমা দেয় এবং নির্বাচন স্থগিত করে। পরে শুক্রবার (২ মে) সকালে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে, আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহরের মোড়ে মোড়ে মাইকিং করে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ সৈয়দ শওকত আলী তোতা জানান, পরিস্থিতি শান্ত রাখতে এবং শ্রমিকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে আগামী ১০ মে একটি বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় পরবর্তী নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানান তারা।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত আছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর