Sunday, July 13, 2025
Homeদিনাজপুরদিনাজপুরের বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল

দিনাজপুরের বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীই ফেল করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৮ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

বোর্ডের পরিসংখ্যানে জানা যায়, দিনাজপুর বোর্ডের অধীনে মোট ১৩টি বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে সাতখামার উচ্চ বিদ্যালয় দিনাজপুর জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় জানান, ১৯৯৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে একাডেমিক স্বীকৃতি পায়। বর্তমানে ১০ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী কর্মরত আছেন। তিনি বলেন, গত বছর আমাদের ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছিল। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিষ্ঠানভিত্তিক কিছু সংকটের কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। আমরা দ্রুত সংকট কাটিয়ে উঠতে কাজ করছি।

তিনি আরও জানান, দশম শ্রেণিতে মোট ১২ জন শিক্ষার্থী থাকলেও ৮ জন এসএসসিতে ফরম পূরণ করে, এর মধ্যে একজন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। বাকি ৭ জন অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত। ফলাফলের এ ব্যর্থতা আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। আগামীতে যাতে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর