Friday, July 18, 2025
Homeরাজনীতিদুই মাসের মধ্যে সকল প্রতিষ্ঠানে কমিটি দেবে ছাত্রদল : নাছির

দুই মাসের মধ্যে সকল প্রতিষ্ঠানে কমিটি দেবে ছাত্রদল : নাছির

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, একুশ শতকের সাথে তাল মিলিয়ে আমরা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করছি। কিছুদিন আগে চুয়েটে ছাত্রদলের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানারে মববাজি করেছিল। সে সঙ্গে চুয়েট উপাচার্য মববাজির পক্ষ নেওয়ায় আমি নিন্দা প্রকাশ করছি। কেউ প্রকাশ্য রাজনীতিতে আসলে আমরা স্বাগত জানাবো। কিন্তু গুপ্তভাবে কোনো অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবিলা করবে।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম বিপ্লব উদ্যান সংলগ্ন দক্ষিণ সড়কে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের বীরত্বগাথা স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন বলেন, জামায়াতের ড. শফিকুল ইসলাম আওয়ামী সন্ত্রাসীদের স্টাইলে বিএনপির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আমরা মনে করি অবিলম্বে তারা ভুল স্বীকার করবে। শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার উল্লেখযোগ্য ডকুমেন্ট দিতে ব্যর্থ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠানে কমিটি গঠন করবে ছাত্রদল। কেউ বাধা দিলে তার সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, জুলাই আগস্টের গণ‌অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, চলে আসুন ষোলশহর।‌ বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিমসহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাই। জুলাইয়ের এদিন আবু সাঈদ-ওয়াসিমদের শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র কোনো কর্মসূচি গ্রহণ করেনি। আজকের এদিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত তা জনগণের কাছে আমাদের প্রশ্ন। দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামায়াতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে। তাই আইনশৃঙ্খলার অবনতি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহ‌ইয়া।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর