Saturday, July 12, 2025
Homeসারাদেশনড়াইলে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

নড়াইলে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
নড়াইলে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্রসহ মো. আসলাম শেখ(৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদরের বড়গাতি (পশ্চিম পাড়া) এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি (পশ্চিম পাড়া) গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও সদর থানার একটি দল বড়গতি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে।

পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার ৩৬৬ পিচ ইয়াবা, গাঁজা(৮২০ গ্রাম), দেশীয় অস্ত্রসহ মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ২০২২ সালে সদর থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মো. জামিল কবির গণমাধ্যমকে বলেন, সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ আসলাম শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর