গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় করতোয়া কুরিয়ার সার্ভিস পরিবহনের চালক নিহত ও হেলপার আহতের ঘটনা ঘটেছে। রোববার (২ মার্চ) দিবাগত রাত্রী ২ঘটিকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জের তুলসী গঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়,দিনাজপুর হতে ঘোড়াঘাট গামী করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়ি অসাবধানতাবশত চালানোর কারণে সামনে পণ্য বোঝাই অন্য একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরবর্তীতে চালক জাহিদুরকে (৩২) মৃত ঘোষণা করেন।
মৃত জাহিদুর বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত হেলপার আরাফাত (২৫)গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মতিন বলেন, রোববার রাতে সড়ক দুর্ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের চালক জাহিদুরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়িটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানায় এ বিষয়ে সড়ক পরিবহণ আইনে একটি মামলা হয়েছে।