আব্দুল হাই, নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম:
বিগত ১৬ বছরে কাজা এক বছরে আদায় করে কর্মী বৃদ্ধি করে সংগঠন সম্প্রসারন
করতে হবে। কর্মীর মানবৃদ্ধি করে রোকন সদস্য বাড়াতে হবে। বিভিন্ন ইউনিয়নের
ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আজ শনিবার (ফেব্রুয়ারী) স্থানীয়
একটি হলরুমে নাগেশ্বরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শিক্ষা শিবির
কর্মশালায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে এ কথা বলেন জেলা আমীর মাওলানা আব্দুল মতিন
ফারুকী
নাগেশ্বরী উপজেলা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের সাঞ্চানালয় উপজেলা আমীর
মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা
আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্ধসঢ়;য রাখেন
জেলা সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল
হামিদ মিয়া , সহকারী সেক্রেটারী মুহা.শাহজালাল সবুজ । আরো উপস্থিত ছিলেন
নাগেশ্বরী পৌর আমীর মাওলানা মকবুল হোসেন ,পৌর সেক্রেটারী মজিবুল হক
খন্দকার বেলাল, নাগেশ্বরী উপজেলা কর্ম ও শুরা সদস্ধসঢ়;য আফজাল হোসেন,বায়তুল মাল
সম্পাদক এরশাদুল হক খন্দকার,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি মোঃ রফিকুল ইসলাম ।
সভাপতির বক্তব্যে মাওলানা মান্নান বলেন ভারতে বসে হাসিনা দেশের বিরুদ্ধে
উস্কানিমুলক বক্তব্ধসঢ়;য দিচ্ছে। হাসিনা চুপ থাক না থাকলে দলের নেতাকর্মীরা
বিপদে পড়ব। এক বক্তব্যে হাসিনার বাড়ি শেষ । তিনি আরো বলেন ধানমন্ডির ৩২
বুলডোজার দিয়ে গুড়িয়েছে ছাত্রজনতা। ৩৩ পাস ৩২ আমাদের দরকার নাই । দেশের
বিরুদ্ধে হাসিনার ষড়যন্ত্র অব্যাহত আছে । সবাইকে সজাগ থাকতে হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন সভাপতি বক্তব্য রাখেন ।