Thursday, May 1, 2025
Homeনীলফামারীনীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব: প্রাণে বেঁচে গেলেন অন্তঃসত্ত্বা নারী ও শিশু

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব: প্রাণে বেঁচে গেলেন অন্তঃসত্ত্বা নারী ও শিশু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নাঈম শাহ, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীত ভয়াবহ কালবৈশাখি ঝড়ে কৃষিজমির ফসল, গাছপালা এবং বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোর রাতে আকস্মিক কাল বৈশাখি ঝড়ে ডিমলা উপজেলার সদর ও নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও বোরো,ভূট্টা,পাটসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এদিকে ঝড়ে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের হাজিপাড়া গ্রামের সুজা সরকারের বাড়িতে একটি বিশাল জাম গাছ ভেঙ্গে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সুজা সরকারের অন্তঃসত্তা স্ত্রী ও ৬ বছরের এক শিশু কন্যা। বিষয়টি নিশ্চিত করে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, ‘আল্লাহর রহমতে ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।’

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঝড়টির গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২২ থেকে ৩২ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টির কারণে বোরো ধান, ভুট্টা ও সবজিক্ষেতের বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সংশ্লিষ্ট¬ষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের সহায়তায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চালিয়ে যাচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর