Friday, May 2, 2025
Homeনীলফামারীনীলফামারীতে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারীতে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
গাছের সুরক্ষায় নীলফামারীতে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের বাস্তবায়নে শহরের পাঁচমাথা মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র , সামাজিক বন বিভাগ রংপুরের বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম ও ব্রাক ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক ফয়েজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের গায়ে পেরেক ঠুকলে তা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, যা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গাছের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর