Thursday, May 1, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিপঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি, মলি টি ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি, মলি টি ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি এবং মানহীন পাতা সংগ্রহ করা এবং সংগৃহীত চা পাতায় ফরেন পার্টিকেলের উপস্থিতি পাওয়ার অভিযোগে পঞ্চগড়ের মলি টি ফ্যাক্টরি লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরানুজ্জামান প্রতিষ্ঠানটির মালিক মখলেছার রহমানকে এই অর্থদণ্ড প্রদান করেন। এসময় নগদ অর্থ প্রদান করে চা কারখানা মালিক পক্ষ। পরে আদায়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।

বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার চা কারখানাগুলোতে প্রতিনিয়তই তদারকি করা হয়। তবে মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার মলি টি ফ্যাক্টরিতে জেলা প্রশাসন ও চা বোর্ড অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি এবং মানহীন পাতা সংগ্রহ করা এবং সংগৃহীত চা পাতায় ফরেন পার্টিকেলের উপস্থিতি খুঁজে পায় প্রশাসন ও চা বোর্ডের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মখলেছার রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে মুচলেকা নেয়া হয়।

আরও পড়ুরঃ পঞ্চগড়ে ভূয়া প্রতিষ্ঠান দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

এ সময় অন্যদের মধ্যে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান সহ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ওই প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন পাতা সংগ্রহসহ নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং মুচলেকা নেয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর