Monday, May 12, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পঞ্চগড় প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জামায়েতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ,বোদা) আসনে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে দুটি আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর