Friday, May 2, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্র জিদানের, বাবা বোন সহ...

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্র জিদানের, বাবা বোন সহ আহত তিন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিনেদিন জিদান (৬) নামের এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকার এলএসডি মোড়ে দেবীগঞ্জ ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন বাবা নজরুল ইসলাম (৪৫), বড় বোন নওরিন জাহান (১০) ও ট্রাক্টর চালকের সহযোগী কাঞ্চন (৩০)।

আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের বাবা ও বোন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেলেও ট্রাক্টর চালকের সহযোগী কাঞ্চনের শারিরীক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
নিহত জিনেদিন জিদান উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর প্রধানপাড়া এলাকার শিক্ষক নজরুল ইসলামের ছেলে। জিদান নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো। তার বোন নওরিন একই স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকালে নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলএসডি মোড়ে পৌঁছালে দেবীগঞ্জ চৌরাস্তা থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এ সময় জিদান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় ধাক্কা খেয়ে মাথা ও কোমরে গুরুতর আঘাত পায়। এতে বাবা, বোন ও ট্রাক্টর চালকের সহযোগী গুরুতর আহত হন এবং জিদান মারাত্মক আঘাত পায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিদানকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তুলসী রানী বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, একজনকে রংপুরে স্থানান্তরিত করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর চালক পালিয়ে যায়। শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধ ও লাইসেন্স বিহীন গাড়ির চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দের ব্যানারে দেবীগঞ্জ বিজয় চত্বরে দেবীগঞ্জ ডোমার মহাসড়কের দুইপাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে বেশকিছু যানবাহন আটকে পড়ে।

এ সময় বক্তারা ট্রাক্টরের বেপরোয়া, নিয়ন্ত্রণহীন চলাচল ও লাইসেন্স বিহীন চলাচল বন্ধের দাবি তোলেন। প্রয়োজন ছাড়া এসব গাড়ি দিনের বেলা চলাচল না করার দাবিও করেন তারা। এসময় আর কোন প্রাণ হারাতে চাইনা, আমার ভাইয়ের রক্ত আর দেখতে চাই না শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি দেয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর