Home পঞ্চগড় পরিবেশদূষণ রোধে পঞ্চগড়ে অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

পরিবেশদূষণ রোধে পঞ্চগড়ে অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

পরিবেশদূষণ রোধে পঞ্চগড়ে অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পরিবেশ দূষণ রোধে পঞ্চগড়ে যৌথভাবে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। আজ সোমবার (৭ জুলাই) পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এলাকায় পরিচালিত এ অভিযানে শব্দ দূষণ ও বায়ু দূষণের দায়ে মোট ৫টি ট্রাক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অতিরিক্ত শব্দ উৎপাদনকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪ জন ট্রাকচালককে মোট ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয় এবং ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এছাড়া নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণ করে বায়ু দূষণের দায়ে আরেক চালককে ১,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মিজানুর রহমান, জনাব মো: নাহিদ হাসান এবং জনাব সুবীর সাহা।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে পঞ্চগড় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here