Friday, May 2, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তুমুল গোলাগুলি, নিহত ১০

পাকিস্তানি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তুমুল গোলাগুলি, নিহত ১০

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্ক, রংপুর নিউজঃ

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১০ অস্ত্রধারী। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। বুধবার (৩০ এপ্রিল) সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ এপ্রিল) ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চলানো হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়েছেন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেচ জেলার তিন জন এবং জিয়ারাত জেলার সাত জন খারিজি (সন্ত্রাসী)-কে নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।’

নিহতদের কাছ থেকে অস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তানের মূলভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।’

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, কেচ জেলার অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জিয়ারাত জেলার অভিযান বেশ কঠিন ছিল। জিয়ারাতের চোতির এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুড়েছিল সন্ত্রাসীরা’, সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন ওই সেনা কর্মকর্তা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর