আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের চারটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হওয়া বিমানবন্দরগুলো হলো- ইসলামাবাদ, করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর। খবর বিবিসির
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে।
মঙ্গলবার ও বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর, দেশটির আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা আবার চালু করা হয়।
Facebook Comments Box