Thursday, May 1, 2025
Homeকুড়িগ্রামপিপিএম পদক পেলেন ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক...

পিপিএম পদক পেলেন ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফারুক আহমেদকে এ পদক প্রদান করা হয়েছে গত বছরের ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলাপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীতে তার অবদানের জন্য। একই সঙ্গে এ বছর বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। রংপুর রেঞ্জ থেকে শুধুমাত্র তিনিই এই সম্মাননা লাভ করেছেন।

২০১৬ সালের জুন মাসে পুলিশ বাহিনীতে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি চাকরি জীবনে রংপুর, ঠাকুরগাঁও এবং বর্তমানে নীলফামারীতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর