Wednesday, July 16, 2025
Homeআন্তর্জাতিকপুতিনকে ৫০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

পুতিনকে ৫০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা—শুল্ক হবে ১০০ শতাংশ। আর সেটাই বাস্তবতা।”

ট্রাম্প বলেন, এই পদক্ষেপ শুধু রাশিয়ার বিরুদ্ধে নয়, বরং তাদের বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক শাস্তির অংশ হিসেবে কার্যকর হবে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণাটি রাশিয়ার ওপর চাপ সৃষ্টির একটি নতুন কৌশল, বিশেষ করে তাদের বাণিজ্যিক মিত্রদের টার্গেট করে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া এখনও চীনের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে—যা ট্রাম্পের বক্তব্যের অন্যতম প্রেক্ষাপট।

‘সেকেন্ডারি ট্যারিফ’ মূলত সেইসব দেশ বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়, যারা নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোনো রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে। এ ব্যবস্থার মাধ্যমে মার্কিন প্রশাসন চায়, রাশিয়াকে ঘিরে থাকা অর্থনৈতিক জোট ও সম্পর্কগুলোতে চাপে ফেলা।

এ বিষয়ে রাশিয়া কিংবা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: ইউরোনিউজ

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর