Wednesday, July 2, 2025
Homeআন্তর্জাতিক‘পুরো ইউক্রেন দখল করাই পুতিনের লক্ষ্য’

‘পুরো ইউক্রেন দখল করাই পুতিনের লক্ষ্য’

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পুরো ভূখণ্ড দখল করতে চান বলে মন্তব্য করেছেন জার্মানির শীর্ষ কূটনীতিক। সম্প্রতি ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলা বাড়ার প্রেক্ষাপটে তিনি সোমবার কিয়েভে সফরে গিয়ে এ মন্তব্য করেন।

কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে, কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা কার্যত বন্ধ হয়ে গেছে এবং রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে দ্রুত একটি শান্তি চুক্তির ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ‘পুতিন পুরো ইউক্রেনকে শাসনের অধীনে নিতে চান এবং একই সঙ্গে পুরো ইউরোপে ভয় ছড়িয়ে দিতে চান। (পুতিনের) কথিত আলোচনা প্রস্তুতি নিছকই প্রতারণামূলক এক মুখোশ।’

কিয়েভে রুশ বাহিনীর এক হামলাস্থল পরিদর্শনের পর ওয়াডেফুল বলেন, জার্মানি ইউক্রেনের জন্য আরো দুই বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে, যা ব্যবহার করা হবে বিমান প্রতিরক্ষা ও গোলাবারুদের জন্য। কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিগার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াডেফুল এসব কথা বলেন।

সিবিগা বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে হামলা বাড়াচ্ছে, যাতে ‘জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং দেশের মনোভাব প্রভাবিত হয়। তিনি আরো বলেন, ‘এই লক্ষ্য ব্যর্থ করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে কোনো সন্দেহ নেই। আমরা কৃতজ্ঞ আমাদের জার্মান বন্ধুদের প্রতি, যারা আমাদের আকাশ প্রতিরক্ষায় নজিরবিহীন সহযোগিতা করছে।’

জার্মান মন্ত্রী ওয়াডেফুল ও জার্মান প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। ওয়াডেফুল বলেন, ‘আমরা নতুন যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে চাই, যাতে ইউক্রেন নিজের প্রতিরক্ষার জন্য আরো দ্রুত নিজস্ব সরঞ্জাম উৎপাদন করতে পারে, কারণ আপনাদের চাহিদা বিশাল।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর