রাশেদ নিজাম শাহ,
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও দেখিয়ে আত্বীয় স্বজনদের কাছে মুক্তিপণ কুড়ি লক্ষ টাকা দাবী ও অপহরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী ও অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বলেন যে, আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে উক্ত নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনায় লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভাইকে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করেছে বলে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা করে। মামলায় উল্লেখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, প্রবাসীকে লিবিয়ায় অপহরণ, মুক্তিপণ দাবী ও আদায়ের মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রেফকারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।