Tuesday, July 22, 2025
Homeদিনাজপুরফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য চায়ের দোকান, ফলের দোকান, পানের দোকানসহ অন্যান্য অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এবং জারিফ সুলতান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল মোড় ও জিলা স্কুলের সামনের ফুটপাত অবৈধ দোকানদারদের দখলে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হেঁটে চলাচল করতে সমস্যা হতো। এ ছাড়া জরুরি চিকিৎসাসেবায় আসা রোগী ও তাদের স্বজনদের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, এসব অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন যাবৎ ফুটপাথ ব্যবহারের সুযোগ ছিল না। প্রশাসনের এমন উদ্যোগে পথচারীদের চলাচল অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন তারা।

এ সময় ম্যাজিস্ট্রেটরা আরও বলেন, ভবিষ্যতে আবার কেউ ফুটপাত দখল করে দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর