Friday, May 16, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার

বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) বিকেলে তাঁকে আটক করে ডিবি পুলিশ।

জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন উপজেলার একটি দুগ্ধ খামারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরা ৬০ হাজার টাকা আদায়ও করেন। ওই ঘটনায় খামারের স্বত্বাধিকারী তৌফিক এহসানের স্ত্রী হাফিজা খাতুন শোভার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসেলকে আটক করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর