Tuesday, July 15, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, মামলা দায়েরের ৭ দিনেও গ্রেপ্তার হয়নি...

বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, মামলা দায়েরের ৭ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

তোফাজ্জল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন এক প্রাইভেটকার চালক। গত ৮ জুলাই (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড় শীতলাই গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ওই চালককে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় শীতলাই গ্রামের মনিরুজ্জামান চৌধুরী (৪৮) ও একই এলাকার শারমিন মাহবুবের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শারমিনের ব্যক্তিগত গাড়িচালক আমিনুল ইসলাম (৩৭) এই বিরোধের জের ধরেই হামলার শিকার হন।

ভোরবেলা আমিনুলকে সন্ত্রাসী কায়দায় গতিরোধ করে মনিরুজ্জামান, আলমগীর হোসেন (পিতা আওয়াল), আমিনুল (পিতা ইউনুস আলী), তাজির (পিতা আজিমউদ্দিন), ও ময়নুল (পিতা নাইদ্দা)—এই পাঁচজন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে হামলা চালায়। তারা লাঠি, লোহার রড, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। এমনকি হামলাকারীরা ভুক্তভোগীর নাকে কামড়ও দেয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত আমিনুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার দিন দুপুরে আহতের স্ত্রী মেরিনা বেগম বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর-১০। তবে অভিযোগ রয়েছে, ঘটনার এক সপ্তাহ পার হলেও কোনো আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন দেবনাথ বলেন, “আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, “আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর