Sunday, July 6, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে বিআরটিসি বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

বীরগঞ্জে বিআরটিসি বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে এক হেলপার নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাকাই এলাকায়, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী বিআরটিসির একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব-১১-২২০৪) রাস্তার পাশে সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত হেলপার সুকুমার মহন্ত (৪৭), রংপুর সদর উপজেলার সাতগড়া এলাকার জানকি মহন্তের ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহ উদ্ধারসহ আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর