মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ফেসবুকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর পোস্ট দিয়ে বিভ্রান্তি করায় থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ নামীয় অজ্ঞাতনামা একটি ফেসবুক আইডি থেকে কিছুদিন যাবত প্রায়ই এলাকার সুনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান, চাকুরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিদের জড়িয়ে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। তাই এই ফ্যাক আইডির অপপ্রচারের কারণে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। সচেতন নাগরিকসহ বিভিন্ন মহল বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ আইডি’র এডমিনকে খুঁজে বের করতে পারছে না।ফলে গত ১১ মে’২০২৫ সন্ধ্যায় ঐ বিভ্রান্ত সৃষ্টিকারী ফেক আইডির পরিচালক কে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে দৈনিক ভোরের ডাক বীরগঞ্জ প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে সন্দেহজনক ‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ নামীয় আইডির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ৪৮৬ নম্বর সাধারণ ডাইরি হয়। জিডি তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর বাদশা রনি বলেন, যে কোনো মূল্যে সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারকারী আইডি শনাক্ত করা হবে, অপপ্রচার কারীকেও আইনের আওতায় আনা হবে ।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে, অনেকেই অভিযোগ করেছে এই আইডি’র বিরুদ্ধে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।