Thursday, May 15, 2025
Homeআন্তর্জাতিকভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে পাঁচজনকে।

পাঞ্জাবের অমৃতসরের পাঁচটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এতে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

গতকাল পুলিশ জানিয়েছে, ভেজাল মদপানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা জটিল।
অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানিয়েছেন, ১৪ জনের মৃত্যু হয়েছে এবং জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।
সূত্রঃ এনডিটিভি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর