Friday, May 2, 2025
Homeকুড়িগ্রামভুরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামীলীগের ০৫ নেতা-কর্মী গ্রেফতার

ভুরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামীলীগের ০৫ নেতা-কর্মী গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন, ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামীলীগের ০৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২০ এপ্রিল রবিবার রাতভর অভিযান চালিয়ে ১।মোঃ আতিকুর রহমান (৩৮), (সদস্য, উপজেলা শ্রমিক লীগ, ও সাংগঠনিক সম্পাদক, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ), পিতা-মোঃ আলা বকস্, সাং-বেলদহ ৯নং ওয়ার্ড,২।মোঃ আব্দুল মালেক ওরফে মানিক (৫৭), (সিনিয়র সহ-সভাপতি,পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ), পিতা-মৃত শহর উদ্দিন,৩।মোঃ নুর ইসলাম ওরফে নুরু (৫৪) ( সভাপতি, ৬নং ওয়ার্ড শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ) পিতা-মৃত ময়েন আলী, সাং-দক্ষিন ধলডাঙ্গা, থানা-ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম ৪। মোঃ নজরুল ইসলাম (৬০) (সাধারন সম্পাদক, ৯নং ওয়ার্ড শিলখুড়ি ইউনিয়ন কৃষক লীগ) পিতা-মৃত ময়েজ উদ্দিন উদ্দিন, সাং- উত্তর তিলাই, ৫।মোঃ মোতাব্বের হোসেন (৭৮) (১নং কার্যকরী সদস্য, আন্ধারীঝার ইউনিয়ন আওয়ামী লীগ) পিতা-মৃত ওয়াহেদ আলী, সাং-খামার আন্ধারীঝাড়, থানা-ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম ব্যাক্তিদেরকে গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার করা মামলায় রবিবার পাঁচজনকে গ্রেফতার করে আজ সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর