Sunday, May 4, 2025
Homeসারাদেশরাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজঃ
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত টহল ও বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২ মে) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও বিভাগের ছয়টি থানায় অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি ও ওসি-দের তত্ত্বাবধানে নিয়মিত টহল টিম এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে—তেজগাঁও থানা ৩৪ জন, শেরেবাংলা নগর থানা ৪ জন, মোহাম্মদপুর থানা ৯ জন, আদাবর থানা ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন এবং হাতিরঝিল থানা ১১ জনসহ ৭৪ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে তদন্তাধীন ও নিয়মিত মামলার আসামি, মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত অপরাধীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর