Monday, July 7, 2025
Homeসারাদেশরাজধানীর ডেমরা থেকে ফেনীর ছাত্রলীগ নেতা রবিন গ্রেফতার

রাজধানীর ডেমরা থেকে ফেনীর ছাত্রলীগ নেতা রবিন গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
ছাত্র আন্দোলন চলাকালীন ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রবিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিন ফেনী শহরের নাজির রোড এলাকার বাসিন্দা। তিনি ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, রবিনের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের নেতৃত্বসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে বলেন, রবিন গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি। তাকে আনার জন্য আমাদের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর