Sunday, July 13, 2025
Homeআন্তর্জাতিকরাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা ইরানের

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা ইরানের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাদ দিয়ে একটি পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার যে দাবি করা হয়েছে, তা সরাসরি অস্বীকার করেছে তেহরান।

সূত্র বরাত মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত ‘শূন্য সমৃদ্ধিকরণ’ ভিত্তিক কোনো চুক্তি নিয়ে পুতিনের পক্ষ থেকে ইরান কোনো বার্তা পায়নি।

সূত্রটি বরাত বার্তাসংস্থাটি আরও জানায়, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আব্বাস আরাগচির সর্বশেষ বৈঠকেও এ ধরনের কোনো প্রস্তাব উত্থাপিত হয়নি। সেই বৈঠকের পর রাশিয়া ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক চ্যানেলেও এমন কোনো বার্তা আদান-প্রদান হয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি (পুতিন) চান একটি পরমাণু চুক্তি হোক, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

তবে ইরানি কর্তৃপক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে দেশের জন্য একটি ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি তাদের স্বনির্ভর প্রযুক্তি এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর