অনিল চন্দ্র রায়,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ২২ বোতল মদ ও যৌন উত্তেজক (সিলডেনাফিল সাইট্রেট)১ হাজার ৪০ পিস ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ১৩ (ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারবান্ধা ও ফকির পাড়া এলাকা থেকে এসব জব্দ করা হয়।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্ধা নামক এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ইজলামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। একই দিনে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকির পাড়া নামক এলাকায় মালিক বিহীন অবস্থায় ভারতীয় যৌন উত্তেজক (সিলডেনাফিল সাইট্রেট) ১ হাজার ৪০ পিস ট্যাবলেট জব্দ করে মোল্লারচর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।