এ কে এম কায়সারুল আলম,স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) । এতে গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।
শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম মারুফ হোসেন (১৫) এবং আহত শ্রমিকের নাম আব্দুর রহিম (২২)।
স্থানীয়রা জানান, সকালে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন মারুফ ও রহিম । একপর্যায়ে অসাবধানতাবসত পা পিছলে মারুফ ট্যাংকের ভেতরে পড়ে যায় । তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রহিমও । পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন । ফায়ার সার্ভিস কর্মীরা এসে মারুফের মরদেহ উদ্ধার করেন এবং আহত রহিমকে হাসপাতালে ভর্তি করেন ।
নিহত মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হিরামানিক গ্রামের আব্দুল খালেকের ছেলে । আহত রহিমও একই এলাকার বাসিন্দা। আহত রহিমকে বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী সরকার বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে । তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আমরা তা গুরুত্ব সহকারে তদন্ত করবো । মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।