Wednesday, July 2, 2025
Homeকুড়িগ্রামশতবর্ষী গাছে হঠাৎ আগুন, দেখতে জনতার ভিড়

শতবর্ষী গাছে হঠাৎ আগুন, দেখতে জনতার ভিড়

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

য়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ করে শতবর্ষী এক গাছে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সকাল থেকেই ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করছেন আগুন নিভানোর জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যর্থ হয় পরে তারা ফিরে যান।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) উপজেলার রমনা ইউনিয়নের রমনা রেলওয়ে স্টেশন এর পাশে। সকাল থেকেই দুর দুরন্ত থেকে হাজারো জনতা ছুটে আসছে আগুন দেখতে।

এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছি না।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ারসার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে রেলওয়ে ও বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর