Thursday, May 1, 2025
Homeনীলফামারীশিবির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে: জাহিদুল ইসলাম

শিবির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে: জাহিদুল ইসলাম

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
শিবির ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত “সেরা হওয়ার জন্য এক নিরলস অভিযান” নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা জানান।
সভাপতি বলেন,‘ আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের জন্য ডাকসু এবং রাকসুতে একটা রোডম্যাপ দিয়েছেন ওনারা। আমরা প্রত্যাশা করব যে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মেডিকেল কলেজ সব জায়গায় ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। ছাত্র শিবির ছাত্রসংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। আশা করছি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশে ভালো একটা দ্বার উন্মোচিত হবে।’
তিনি বলেন,‘ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করছে। ছাত্রশিবিরের যত কার্যক্রম আমরা মূলত সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে আমাদের সকল অনুষ্ঠানের আয়োজন গুলোকে ডিজাইন করে থাকি। আমরা এমনই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
‘ক্যাম্পাস গুলো ফ্যাসিবাদ মুক্ত হয়েছে’ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন,‘ জুলাই আগস্ট যে বিপ¬ব বাংলাদেশে হয়েছে নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার আমাদের কাছে উন্মোচিত করেছে। বিগত সময়ের যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। এই ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমরা চাই যে, সমাজের প্রত্যেকটি রন্ধে রন্ধে থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিদূরিত হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে সবার বাংলাদেশ হবে।’
‘দেশে কোনো ভেদাভেদ থাকবে’ না মন্তব্য করে শিবির সভাপতি বলেন,‘আমরা ছাত্রশিবির শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ। সবাই তার নাগরিক সুবিধাটুকু পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এগুলো নিয়ে কোন ভেদাভেদ থাকবে না। সকলের আদর্শ আলাদা থাকবে। কিন্তু আদর্শের নামে কেউ যেন তার অপর আদর্শ চাপিয়ে দেয়ার মানসিকতা, ফ্যাসিবাদের মানসিকতা না রাখে। এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দাওয়াহ সম্পাদক মেজবাহুল করিম, নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান বক্তৃতা দেন। এসময় কেন্দ্রীয় সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহন করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর