Monday, May 5, 2025
Homeসারাদেশসীমান্তে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী গ্রেফতার

সীমান্তে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজারটি ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতার পাচারকারী মিয়ানমারের সুদাপাড়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন (৪২)।

রবিবার (৪ মে) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং সীমান্তে ইয়াবা একটি বড় চালান পাচারের খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এতে সন্দেহজনক একটি নৌযান সীমান্তে ধাওয়া করলে মিয়ানমার অংশে নাফ নদের আরও গভীরে চলে যায়। এ সময় নাফ নদে দুই জন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান শনাক্ত করা গেলে বিজিবি এক পাচারকারী গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজারটি ইয়াবা পাওয়া যায়।

বিজিবির অধিনায়ক বলেন, ‘পাচারকারীকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা সুদৃঢ়করণে বিজিবির এই ধরনের অপারেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর