মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের তৎপরতায় প্রাণ রক্ষা পেল এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অকৃতকার্য এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালি পাড়া গ্রামের বাসিন্দা এবং সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
জানা যায়, দুপুরে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মেয়েটি দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কথা জানতে পারে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং গভীর হতাশায় পড়ে যায়। হতাশায় মেয়েটি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেললাইনের পাশে অবস্থান নেয়। তবে তার অস্বাভাবিক আচরণ ও গতিবিধি দেখে প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যদের সন্দেহ হয়। উপস্থিত জনগণের সহায়তায় তারা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন,”আমরা ঘটনাটি দ্রুত পর্যবেক্ষণ করি এবং মেয়েটির অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তৎক্ষণাৎ ব্যবস্থা নিই। রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্ক অফিসারের সহায়তায় প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে। সবশেষে মেয়েটিকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।”