Tuesday, May 6, 2025
Homeনীলফামারীসৈয়দপুরে স্ত্রী হত্যা মামলায় গাজীপুর থেকে স্বামী গ্রেপ্তার

সৈয়দপুরে স্ত্রী হত্যা মামলায় গাজীপুর থেকে স্বামী গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় স্বামী জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গাজীপুরের টঙ্গী (পশ্চিম) থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয় সৈয়দপুর থানা–পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছেন।

জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ডাকবাংলো অফিসার্স ক্লাব হাতিখানা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম। পেশায় তিনি চটপটি ও ফুচকা ব্যবসায়ী। তাঁর প্রথম স্ত্রী এবং ছেলে–মেয়ে থাকা সত্ত্বেও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুরের (বর্তমানে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পীরপাড়ার বাসিন্দা) শবনম আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন।

পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার স্ত্রী শবনম আক্তারকে শহরের গোয়ালপাড়া এলাকার ভাড়া বাসায় শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরবর্তীতে লাশ ঘরে রেখে তালাবদ্ধ করে গা ঢাকা দেন।

এ ঘটনার পর শবনম আক্তারের মা ফারজানা বেগম ও ছোট বোন রুস্কি আক্তার তাঁর খোঁজ করতে থাকেন। কিন্তু শহরের কোথাও সন্ধান না পেয়ে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কল দেন। এ সময় জাহাঙ্গীর শ্যালিকা রুক্সি আক্তারকে বলেন, ‘তোর বোনকে মেরে ফেলে রেখেছি। শহরের গোয়ালপাড়া বাসায় গিয়ে লাশ নিয়ে যায়।

পরে তার দেওয়া ঠিকানায় গিয়ে দেখেন ওই বাসার তালাবদ্ধ ঘরে শবনম আক্তারের লাশ খাটের ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি সৈয়দপুর থানা–পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে শবনমের মা বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

মামলা দায়ের পর থেকে পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাতে থাকে। চার দিন পর সৈয়দপুর থানা–পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত হন। এরপর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে গাজীপুরের টঙ্গী (পশ্চিম) থানা–পুলিশের সহযোগিতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাতেই তাকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওসি মো. ফইম উদ্দিন বলেন, ‘আজ গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের জন্য নীলফামারীর আদালতে হাজির করা হয়েছে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর