Thursday, May 1, 2025
Homeদিনাজপুরস্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৯ বছরের আনিসা

স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৯ বছরের আনিসা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আনিসা নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির বাবা কলেজশিক্ষক আবু হাসনাত ডনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার গাবুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে মেয়েকে মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে চিরিরবন্দরে স্কুলে যাচ্ছিলেন। তাঁরা গাবুড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা ট্রাক ধাক্কা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে পাশ দেওয়া সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন আহত বাবা-মেয়েকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন।

আনিসা চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা একটি কলেজের শিক্ষক। তাদের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর