Thursday, May 1, 2025
Homeদিনাজপুরহাকিমপুরে জুয়ার আসরে পুলিশের হানা, মূলহোতাসহ আটক ৪

হাকিমপুরে জুয়ার আসরে পুলিশের হানা, মূলহোতাসহ আটক ৪

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক ও জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসরে পুলিশ হানা দিয়ে, নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামদি জুয়া আসর জমানোর মুলহোতাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি ও নগদ ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়।

একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।
আটককৃত আসামিরা হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়ার আসর জমানোর মুলহোতা মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)।

অন্যরা হলেন, একই গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫), একই উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)।

অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিঞার সহ পুলিশের একটি চৌকস দল অভিনব কায়দায় (গামছা ও লুঙ্গি) পড়ে জুয়ার আসরে হানা দিয়ে জুয়ার আসর জমানোর মূলহোতা আনাম সহ চারজনকে আটক করেন।
তারা দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই গ্রামে আনাম নিজ মুরগী খামারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয় নাই। গতকাল অভিনব কায়দায় অভিযান চালিয়ে জুয়া আসরের মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে।

উল্লেখঃ জুয়ার আসর জমানোর মুলহোতা এনামুল হক আনাম এর নামে পূর্বে জুয়া খেলার অপরাধে মামলায় পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ। মামলা নং ২৬।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর