Home ক্যাম্পাস হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা : চার দিনেও নেই দৃশ্যমান ব্যবস্থা

হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা : চার দিনেও নেই দৃশ্যমান ব্যবস্থা

হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা : চার দিনেও নেই দৃশ্যমান ব্যবস্থা

মোঃ আরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যালয়ে হামলার চার দিন পার হলেও এখনও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

গত ৩০ জুন (সোমবার) সন্ধ্যা ৭টায়, হাবিপ্রবির ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিতভাবে বিচার দাবি করেন।

ঘটনার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্লাহ সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও চার দিনেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন,

“উপাচার্যের নির্দেশনায় প্রক্রিয়া চলছে। ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির জানান,

“এটি শুধু সাংবাদিক সমিতির কার্যালয়ের উপর হামলা নয়—বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের একাধিক সাংবাদিক সংগঠন এবং শিক্ষার্থী অভিযোগ করছেন, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের ক্ষেত্রে প্রশাসনের এই ধরনের ধীর পদক্ষেপ হতাশাজনক। তারা দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here