গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকাতে আগামী শনিবার জাতীয় সমাবেশ সাফল্য করতে হিলিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চারমাথা মোড়ে সমবেত হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার চারমাথায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী উপজেলা আমির আমিনুল ইসলাম, পৌর আমির সাইফুল ইসলামসহ অনেকে।
এতে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ ঢাকাতে হবে। তাদের সেই সমাবেশ সাফল্য করতে সবাইকে আহ্বান জানান।
Facebook Comments Box