গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - লালমনিরহাট সদর উপজেলার কুরুল মেধারাম (চর ফলিমারী) গ্রামের শহিদ আলীর ছেলে ইব্রাহিম (২২) এবং একই উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩২)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশীদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন