কুড়িগ্রামের ৫ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত ঘোষণার পর এবার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় জেলার ৯টি উপজেলার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফাকরুী।
প্রার্থীদের নামের তালিকা অনুযায়ী—
নাগেশ্বরী উপজেলা: চেয়ারম্যান পদে মাওলানা হামিদ মিয়া (সহকারী অধ্যাপক, নাগেশ্বরী কামিল মাদ্রাসা ও জেলা সহকারী সেক্রেটারি), ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার।
কুড়িগ্রাম সদর উপজেলা: চেয়ারম্যান পদে জেলা আমীর মাওলানা মতিন ফাকরুী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ লুৎফুন নেছা (সদ্য নির্বাচিত কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তাজুল ইসলামের সহধর্মিণী)।
রাজারহাট উপজেলা: চেয়ারম্যান পদে মাওলানা কফিল উদ্দিন।
ফুলবাড়ী উপজেলা: চেয়ারম্যান পদে মাওলানা মাস্টার রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ফাতিমা দেওয়ান (জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সহধর্মিণী)।
রৌমারী উপজেলা: চেয়ারম্যান পদে অধ্যাপক হায়দার আলী, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা শহিদ মাসুদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা খাতুন।
ভুরুঙ্গামারী উপজেলা: চেয়ারম্যান প্রার্থী না দিলেও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা নূরুল আমিন হামিদী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা আরিফা খাতুন (ডাকসুর সদ্য নির্বাচিত পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর মা ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আজিজুর রহমানের সহধর্মিণী)।
দলীয় সূত্র জানিয়েছে, অচিরেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন